এ উপজেলার এগারসিন্দুর নামক গ্রামটি একটি উল্লেখযোগ্য, প্রসিদ্ধ ও বিজয়গাঁথা ঐতিহাসিক জায়গা। এখানেই স্বাধীনতার চেতনায় উদ্ভুদ্ধ বাংলার বার ভূইয়ার প্রধান ঈশা খাঁ মাতৃভূমি সম্রাজ্যবাদী মোঘলদের কবল থেকে রক্ষা করতে দ্বিগ্বিজয়ী সম্রাট মহমতি আকবরের সুযোগ্য প্রধান সেনাপতি মানসিংহের সাথে মলয়যুদ্বে অবতীর্ন হয়ে তাকে পরাস্থ করে এক নব ইতিহাসের জন্ম দিয়েছিলেন। এজন্যই কালের অবলিলায় স্মৃতিচিহ্ন হিসাবে থাকা ঈশা খাঁ'র দূর্গটি দাড়িয়ে আছে আপন মহিমায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS