Details
বেবুধ রাজার পুকুরটি এগারসিন্ধুর ইউনিয়নে অবস্থিত। এই পুকুরকে ঘিরে আছে নানা ধরণের কৌতুহলী কল্প কাহিনী। এগারসিন্দুরের রাজা এই পুকুরটি খন করেছিল তার প্রজাদের সুবিধার্তে। পরে যখন পুকুর খনন করার পর পানি আসে না তখন রাজাকে সপ্নে দেখে যে তার স্ত্রীকে এই পুকুরে নামালে এবং তাকে দিয়ে দিলে পুকুরে পানি উঠবে তখন রাজা তাই করল এবং স্ত্রীকে পুকুরে নামাল এবং পানি উঠতে থাকে পাতাল থেকে এই ভাবেই পুকুরটি পানি বরাট হয়ে উঠে। আরো জানা যায় যে, ঐ সময় রানীর একটি ছোট বাচ্চা ছিল সে সময় মতো বাচ্চাকে ধুদ পান করাত পুকুর ঘাটে ছেলেকে দিয়ে আসলে। এই ভাবে চলতে থাকে অনেক দিন। তার পর রাজা একদিন তার স্ত্রীকে সম্পর্শ করতে যায় তখন যে রাণী পানিতে ডোব দেয় আর কোন দিন দেখা যায়নি। এই পুকুরের এই রকম পরিষ্কার পরিচন্ন ছিল যে, একটি পাতা পানিতে পড়লে সেই পাতাটি পানির উপরে নিয়ে আসা হতো অলৌকিক ভাবে। এবং মাঝে মাঝে রাণীকে দেখা যেত সোনার ডিঙ্গি নৌকায় চড়ে পানিতে বাসতে। এই সব কল্প কাহিনী লোক মূখে শোনা যায়।