Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সাদি মসজিদ
স্থান
পাকুন্দিয়া
কিভাবে যাওয়া যায়
ঢাকা মহাখালি বাস কাউন্টার থেকে কিশোরগঞ্জ গামী বাস (অন্যনা/বন্যা/জলসিড়ি) দিয়ে পাকুন্দিয়া উপজেলার এগারসিন্ধুর নামক স্থানে নামতে হবে। তারপর যে কোন রিক্সা ওয়ালাকে বল্লে অতি অল্প সময়ের মধ্যেই আপনাকে সাদি মসজিদে নিয়ে যাবে।
বিস্তারিত

ষোড়শ শতকে মুসলিম অধ্যুষিত এগারসিন্দুর এলাকার গণমানুষের ধর্মীয় কর্মকান্ডের জন্য সম্রাট শাহজাহানের আমলে টেরাকোটার অলংকরণে অনুপম স্থাপত্যে নির্মিত সাদি মসজিদটি পুরনো এতিহ্যবাহী স্থাপত্য শৈলিতে আজো ইসলাম ধর্ম প্রাণ গণমানুষের চেতনার প্রতীক হিসেবে দাড়িয়ে আছে- যা বর্তমানে সরকারের প্রত্নত্বাত্তিক বিভাগ কর্তৃক রক্ষনাবেক্ষণ হচ্ছে। ষোড়শ শতকে মুসলিম অধ্যুষিত এগারসিন্দুর এলাকার গণমানুষের ধর্মীয় কর্মকান্ডের জন্য সম্রাট শাহজাহানের আমলে টেরাকোটার অলংকরণে অনুপম স্থাপত্যে নির্মিত সাদি মসজিদটি পুরনো এতিহ্যবাহী স্থাপত্য শৈলিতে আজো ইসলাম ধর্মপ্রাণ গণমানুষের চেতনার প্রতীক হিসেবে দাড়িয়ে আছে- যা বর্তমানে সরকারের প্রত্নত্বাত্তিক বিভাগ কর্তৃক রক্ষনাবেক্ষণ হচ্ছে।