ইসলামী শিক্ষাকে বেগবান করার জন্য ১৮০০খ্রিঃ মরহুম নাজিম উদ্দিন খন্দকার এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। কথিত আছে প্রায় দুইশত বছর পূর্বে মোঃ মোংগল নামে এক ধর্মীয় চেতনার উজ্জীবিত কামেল দরবেশ বর্তমান মাদ্রাসার স্থানে আস্তানা তৈরী করেছিলেন। এ আধ্যাত্নিক সাধকের নাম অনুসারে মংগলবাড়ীয়ার নাম হয়। ১৮৭২ সালে মরহুম আক্তারুজ্জামান এ মাদ্রাসার প্রথম সরকারী মঞ্জুরী লাভ করেন। কালের আবর্তে এ মাদ্রাসাটি আজ পাকুন্দিয়া উপজেলার একমাত্র কামিল মাদ্রাসা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস