Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মঙ্গলবাড়ীয়া কামিল মাদরাসা
স্থান
পাকুন্দিয়া
কিভাবে যাওয়া যায়
ঢাকার মহাখালি বাস কাউন্টার থেকে কিশোরগঞ্জ গামী যেকোন বাসে পাকুন্দিয়া নেমে সেখান খেকে রিক্সা দিয়া মঙ্গলবাড়ী নামক স্থানে যেতে হবে।
বিস্তারিত

ইসলামী শিক্ষাকে বেগবান করার জন্য ১৮০০খ্রিঃ মরহুম নাজিম উদ্দিন খন্দকার এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। কথিত আছে প্রায় দুইশত বছর পূর্বে মোঃ মোংগল নামে এক ধর্মীয় চেতনার উজ্জীবিত কামেল দরবেশ বর্তমান মাদ্রাসার স্থানে আস্তানা তৈরী করেছিলেন। এ আধ্যাত্নিক সাধকের নাম অনুসারে মংগলবাড়ীয়ার নাম হয়। ১৮৭২ সালে মরহুম আক্তারুজ্জামান এ মাদ্রাসার প্রথম সরকারী মঞ্জুরী লাভ করেন। কালের আবর্তে এ মাদ্রাসাটি আজ পাকুন্দিয়া উপজেলার একমাত্র কামিল মাদ্রাসা।