Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ঈশা খাঁর দূর্গ
স্থান
পাকুন্দিয়া
কিভাবে যাওয়া যায়
ঢাকা মহাখালি বাস কাউন্টার থেকে কিশোরগঞ্জ গামী বাস দিয়ে পাকুন্দিয়া উপজেলার এগারসিন্ধুর নামক স্থানে নামতে হবে।
বিস্তারিত

এ উপজেলার এগারসিন্দুর নামক গ্রামটি একটি উল্লেখযোগ্য, প্রসিদ্ধ ও বিজয়গাঁথা ঐতিহাসিক জায়গা। এখানেই স্বাধীনতার চেতনায় উদ্ভুদ্ধ বাংলার বার ভূইয়ার প্রধান ঈশা খাঁ মাতৃভূমি সম্রাজ্যবাদী মোঘলদের কবল থেকে রক্ষা করতে দ্বিগ্বিজয়ী সম্রাট মহমতি আকবরের সুযোগ্য প্রধান সেনাপতি মানসিংহের সাথে মলয়যুদ্বে অবতীর্ন হয়ে তাকে পরাস্থ করে এক নব ইতিহাসের জন্ম দিয়েছিলেন। এজন্যই কালের অবলিলায় স্মৃতিচিহ্ন হিসাবে থাকা ঈশা খাঁ'র দূর্গটি দাড়িয়ে আছে আপন মহিমায়।