পাকুন্দিয়া ভূমি প্রায় সমতল এবং পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী এবং অনেক ছোট নদী খাল যার কারণে এখানকার মানুষ কৃষি ফসলের উপর নির্ভরশীল। এই এলাকার আয়ের প্রধান পথই হচ্ছে কৃষি। পাকুন্দিয়ায় প্রায় সব ফসলি জন্মে থাকে যেমন, ধান, গম, পাট, প্রায় সকল ধরণের সবজি, এখানকার সবজি প্রতিদিন ঢাকা সহ দেশের ভিবিন্ন শহরে রপ্তানি করা হয়। এখানে ৩টি সবজি পাইকারী বাজার রয়েছে জাংগালিয়া, তারাকান্দি, মির্জাপুর এই বাজার গুলোতে পাইকারী হাট বসে প্রতিদিন সকালে এবং বিকালে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস