Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ

সড়কপথে:

  • ঢাকার মহাখালি বাস কাউন্টার থেকে পাকুন্দিয়া হযে কিশোরগঞ্জ গামী বাসে পাকুন্দিয়ায় নামতে হয়। সড়কের পাশেই উপজেলা পরিষদের গেইট।
  • কিশোরগঞ্জ থেকে ১৫কি.মি. দূরে ঢাকা- কিশোরগঞ্জ সড়কের পাশেই পাকুন্দিয়া উপজেলা পরিষদ অবস্থিত।
  • ময়মনসিংহ হতে নান্দাইল এবং হোসেনপুর হয়ে পাকুন্দিয়া আসা যায়, বাসে ময়মনসিংহ হতে নান্দাইল, আবার নান্দাইল হতে জলসিড়ি ও বন্যা বাসে ঢাকা যাওয়ার পথে পাকুন্দিয়া নামা যায়।

 

রেলপথে:

রেলপথে পাকুন্দিয়ার সাথে কোন যোগাযোগ নাই।

 

নদিপথে:

নদিপথে পাকুন্দিয়ার সাথে কোন যোগাযোগ নাই।