পাকুন্দিয়া রয়েছে অনেকগুলো হাট বাজার, কিছু বাজার রয়েছে নদী অববাহিকায়, কিছু রয়েছে স্থল অববাহিকায়। তবে এখন নদী অববাহিকায় বাজারগুলো তেমন ভাল জমে না তারপও তাদের সেই অবস্থা এখনো বিদ্যমান তার মধ্যে রয়েছে মঠখোল বাজার, মির্জাপুর বাজার, পুলেরঘাট বাজার, পুলেরঘাট বাজার বর্তমানে খুবই বড় একটি বাজার কিশোরগঞ্জের মধ্যে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস