15 জুন 2015 খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার সকাল 8.00 ঘটিকা হতে পাকুন্দিয়া উপজেলার সংরক্ষিত মহিলা আসন নির্বাচনের ভোট গ্রহন কার্যক্রম শুরু হয়। এতে মোট 3 টি আসনের বিপরীতে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। জাঙ্গালিয়া ইউনিয়ন, পাকুন্দিয়া পৌরসভা এবং চরফরাদী ইউনিয়ন ( আসন নং 01) থেকে মোছাঃ ফাতেমা আক্তার রেখা (মোরগ প্রতীক) 26 টি ভোট পেয়ে নির্বাচিত হন। এগারসিন্দুর ,পাটুয়াভাঙ্গা ও বুরুদিয়া ইউনিয়ন (2নং আসন) থেকে 16টি ভোট পেয়ে মোছাঃ মনোয়ারা বেগম (মোরগ প্রতীক) নির্বাচিত হন। নারান্দী,হোসেন্দী,সুখিয়া ও চন্ডিপাশা ইউনিয় ( আসন নং 3) থেকে বিনা প্রতিদ্বন্দিতায় ললিতা আক্তার বৃতি নির্বাচিত হন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস