বাড়ী বসে বড়লোক হওয়ার শীর্ষক কর্মসূচীর আওতায় পাকুন্দিয়া উপজেলায় বিগত০৬-০৯-২০১৪ ও ০৭-০৯-২০১৪ খ্রি:এক আউটসোসিং বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়। উক্তপ্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন জনাব এড.মো:সোহরাব উদ্দিন,মাননীয়সাংসদ সদস্য,কটিয়াদি-পাকুন্দিয়া-২।উক্ত প্রশিক্ষন কর্মসূচীতে উপস্থিত ছিলেনজনাবা কামনুন্নাহার,উপপ্রধান,তথ্য ও যোগাগোগ প্রযুক্তি বিভাগ,উক্তপ্রশিক্ষন কর্মসূচীতে উপস্থিত ছিলেন জনাব মো: রফিকুল ইসলামরেনু,চেয়ারম্যান,উপজেলা পরিষদ,পাকুন্দিয়া,উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদমোশারফ হোসেন খান,উপজেলা নির্বাহীঅফিসার,পাকুন্দিয়া,কিশোরগঞ্জ। এ প্রশিক্ষণ থেকে বাড়ী বসে প্রতি মাসে কিভাবে৩০০০০/-থেকে ৪০০০০/- টাকা আউটসোসিং এর মাধ্যমে আয় করা যায় তাপ্রশিক্ষণার্থীরা ভাল ভাবে শিখতে পেরেছে।প্রশিক্ষণ শেষে সেরা ১০ জনপ্রশিক্ষণার্থীদেরকে জেলা পর্যায়ে পাঠানো হয় উচ্চতর প্রশিক্ষণ নেয়ার জন্য।পাকুন্দিয়া উপজেলা পর্যায়ে যারা এ প্রশিক্ষণ ভাল করেছে তাদের মধ্যে সেরা ১জন কে দেওয়া হয় একটি থ্রী-জি গ্রামীণ মডেম। এ চারাও প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের মধ্যে সনদ বিতরন করেন জনাব মোহাম্মদ মোশারফ হোসেন খান,উপজেলানির্বাহী অফিসার,পাকুন্দিয়া,কিশোরগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস